জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৮: ২৩

‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগের সেমিফাইনালে গেল বাংলাদেশ পুলিশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুলিশ আজ ৪১-২৬ পয়েন্টে হারিয়েছে বিজিবিকে। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে গতকাল সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞাপন

পল্টনের কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে পুলিশকে। প্রথমার্ধে নয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় তারা। পুলিশের ২১ পয়েন্টের বিপরীতে বিজিবির পয়েন্ট ছিল ১২। দ্বিতীয়ার্ধেও খেলায় তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বিজিবি। ৪১-২৬ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের রবিউল আলম।

আগামীকাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বিমান বাহিনী মুখোমুখি হবে ফায়ার সার্ভিসের। এই ম্যাচের বিজয়ী দল গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাবে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে নৌবাহিনী। শুক্রবার (৩০ মে) দুটি সেমিফাইনাল ও শনিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত