রোববার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান। দুই রকম অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছেন এই দুই ক্রিকেটার।
প্লে অফে যাওয়ার জন্য লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে জিততেই হতো লাহোর কালান্দার্সকে। এমন সমীকরণে ১৩ ওভারের ম্যাচে বাবর আজমের দলকে ২৬ রানে হারিয়েছে লাহোর। দলের প্লে অফ নিশ্চিত হওয়ার দিনে ব্যাটে বলে বিবর্ণ ছিলেন সাকিব। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হন। এরপর দুই ওভার বল করে খরচ করেন ১৮ রান। কোনো উইকেট পাননি।
এদিকে ১৯৯ রানের পুঁজি নিয়েও গুজরাট টাইটান্সের কাছে ১০ উইকেটে হেরেছে দিল্লি। দলের বাকি বোলারদের খরুচে বোলিংয়ের দিনে ব্যতিক্রম ছিলেন কেবল মোস্তাফিজ। তিন ওভারে ২৪ রান দেন বাঁহাতি পেসার। তার থেকে কম ইকোনমিতে বল করতে পারেননি দিল্লির আর কোনো বোলার।

