রেকর্ডের দিনে গিলের রান আউট দুঃখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৮: ০০
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৪: ৩৫

সিরিজের শেষ টেস্ট শুরুর আগে যে ধুন্ধুমার উত্তেজনার রেশ ছড়িয়েছিল তার ছিটেফোঁটাও দেখা গেল না প্রথম দিনের প্রথম সেশনে। ওভাল টেস্টের প্রথম দিনের শুরুর অংশ কাটল নিরানন্দ ভঙ্গিতে। ভারত উভয় ওপেনারকে হারিয়ে স্কোরবোর্ডে ৭২ রান তুলে লাঞ্চে যায়। বৃষ্টি বাধায় খেলা বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ের খানিক আগেই লাঞ্চের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

বিজ্ঞাপন

নিরুত্তাপ ক্রিকেটের এই অর্ধে ভারত অধিনায়ক শুভমান গিল আরেকবার সিরিজে শিরোনাম হলেন। ভারত অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন গিল। আগের ৭৩২ রানের এই রেকর্ড গড়া সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে তালিকার দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন তিনি। তবে দ্বিতীয় সেশনে নিজের দোষে রান আউট হয়ে ২১ রানে ফিরলেন গিল। ৩ উইকেটে ভারতের ৮৫ রানের স্কোরের সময় ওভালে ফের বৃষ্টি বাধ সাধল। আরেকবার খেলা বন্ধ।


ওভালে সবমিলিয়ে দুদলের একাদশে আটটি বদল হলো। ইংল্যান্ড তো মাঠে নামল নতুন অধিনায়ক নিয়েই। বেন স্টোকসের বদলে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে ওভালে টস করতে নামলেন ওলিও পোপ। টসে জিতলেনও। ওভালের বাউন্সি উইকেটে আগে বোলিং নেয় ইংল্যান্ড। বোলিংয়ে ক্রিস ওকস ছাড়া বাকি তিনজনই সিরিজে প্রথমবারের মতো খেলছেন।


বৃষ্টি বাধায় প্রথম সেশনে সবমিলিয়ে খেলা হলো ২৩ ওভার। ওভালে ভারতের ওপেনিং জুটি জমেনি। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল জমে ওঠার আগেই বিদায় নেন। জয়সওয়াল ফিরেন ২ রানে। কেএল রাহুল আউট হন ১৪ রানে।
লাঞ্চের পরও প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকে বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায়। বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় সেশন শুরু হয়। করুন নায়ারের ফিফটিতে (৫২ ব্যাটিং) প্রথম দিন শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ২০৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ২০৪/৬, ৬৪ ওভার (নায়ার ৫২ ব্যাটিং, সুদর্শন ৩৮, গিল ২১; অ্যাটকিনসন ২/৩১ ও জশ ২/৪৭)। *প্রথম দিন শেষে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত