ম্যানসিটির সামনে আজ টটেনহাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭: ০০

দুর্দান্ত এক জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইত্তেহাদ শিবির। মলিনেক্স স্টেডিয়ামে প্রথম ম্যাচে জোড়া গোল উপহার দিয়েছেন আর্লিং হাল্যান্ড। অতিথি দলটির হয়ে বাকি দুই গোল করেছেন টিজজানি রেইজন্ডার্স ও রায়ান চেরকি। জয়ের ছন্দটা ধরে রাখতে আজ ফের মাঠে নামছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির প্রতিপক্ষ আর কেউ নয়- টটেনহাম হটস্পার। নিজেদের ঘরের মাঠে স্পারদের আতিথ্য দেবে ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাবটি বিকাল ৫টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন


সিটির মতো টটেনহামও দারুণ জয়ে নতুন লিগ মৌসুম শুরু করেছে। এবার ঘরের মাঠে নিজেদের উদ্বোধনী ম্যাচে বার্নলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ টমাস ফ্রাঙ্কের শিষ্যরা। এ ম্যাচেও জয়ের ধারাটা ধরে রাখতে চায় তারা। টটেনহাম সমর্থকদের জয়রথে ছুটার স্বপ্ন দেখাচ্ছেন রিচার্লিসন আর ব্রেননান জনসন। বার্নলির জালের মতো আজ দুজনে কাঁপাতে প্রস্তুত সিটির জালও। প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসনের বাইসাইকেল কিক গোলে যারপরনাই মুগ্ধ ফুটবল অনুরাগীরা। জোড়া গোলে দলের জয়ের নায়কও বনে গেছেন তিনি।
এটা নিশ্চিত যে, মাঠের লড়াইটা শুধু সিটি আর টটেনহামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই ম্যাচের মধ্যে থাকবে ছোট ছোট দ্বৈরথ।

যে কারণে সবার নজর থাকবে হাল্যান্ড আর রিচার্লিসনের দিকে। ক্রীড়ামোদীরা দুজনের আক্রমণ রচনা, ড্রিবলিং আর গোল স্কোরিং দক্ষতায় চোখ জুড়িয়ে নেওয়ার অপেক্ষায়। উয়েফা সুপার কাপের ফাইনালে পিএসজির কাছে হেরে টটেনহাম ক্ষোভটা ঝেড়েছে বার্নলির ওপর। সেই ধারাবাহিকতায় সিটিকেও ছেড়ে কথা বলবে না দলটি।


দারুণ ফর্মে রয়েছে আর্সেনাল। মৌসুম শুরুই করেছে তারা শিরোপা দিয়ে। নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে এমিরেটস কাপ জিতে নিয়েছে গানার শিবির। ইংলিশ প্রিমিয়ার লিগেও জয়যাত্রা অব্যাহত রেখেছে তারা। কোচ মিকেল আর্তেতার দল প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর্সেনাল আজ এমিরেটস স্টেডিয়ামে মোকাবিলা করবে লিডস ইউনাইটেডকে।
অন্যদিকে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনাও। কাতালান জায়ান্ট ক্লাবটি যাচ্ছে লেভান্তের মাঠ সফরে। রাত ১টা ৩০ মিনিটে দুদল মুখোমুখি হচ্ছে সিউতাত ডি ভ্যালেন্সিয়াতে।

এ দিকে আজ মাঠে গড়াচ্ছে ইতালিয়ান লিগ সেরি এ। উদ্বোধনী ম্যাচে এসি মিলান মুখোমুখি হবে ক্রেমোনেজের। দুদলের মাঠের লড়াই শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে।


মুখোমুখি
ম্যানসিটি-টটেনহাম হটস্পার
আর্সেনাল-লিডস ইউনাইটেড
এ দিকে আজ মাঠে গড়াচ্ছে ইতালিয়ান ল সেরি এ। উদ ম্যাচে
এসি মিলান মুখোমুখি হবে ক্রেমোনেজের। দুদলের মাঠের লড়াই শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে।




মুখোমুখি
ম্যানসিটি-টটেনহাম হটস্পার
আর্সেনাল-লিডস ইউনাইটেড

লেভান্তে-বার্সেলোনা

এসি মিলান-ক্রেমোনেজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত