আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ

শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৫: ৪৪
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৫: ৫১

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মাঠে নামছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৩৫ মিনিট দেরিতে টস হয়েছে। টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে ৪টা ০৫ মিনিটে।

টানা পাঁচ ম্যাচ হেরে আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ।। এই ম্যাচ নিগার সুলতানা জ্যোতির দলের জন্য শেষটা সুখকর করার উপলক্ষ্য। অন্যদিকে, আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), স্বর্ণা আক্তার, ঋতু মণি, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

ভারত একাদশ: প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হারমানপ্রিত কর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, উমা ছেত্রী (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চারানি, অ্যামানজট কর ও রেনুকা সিং।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত