
স্টাফ রিপোর্টার

আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কমিটি নির্বাচনের শিডিউল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। রোববার মিরপুরে ৬০ ফিট রোডে মনিপুর স্কুলের (মুল বালক) প্রধান গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অভিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এতে আগামী তিন দিনের মধ্যে গভর্নিং বডি নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান।
মানববন্ধনে অভিভাবকরা বলেন-২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত স্কুলটি পকেট কমিটি দারা পরিচালিত হয়ে আসছে (সিলেক্টেড কমিটি)। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৮ বছর যাবত অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। ৩৬ শে জুলাইয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নির্মুল হলেও মনিপুর স্কুলে ফ্যাসিস্টদের দোসররা বহাল তবিয়তে আছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটি কর্তৃক বিদ্যালয় পরিচালিত হওয়ায় শিক্ষার মান, প্রশাসনিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার প্রভাবে এসএসসি ও এইচএসসি ফলাফল বিপর্যয় ঘটেছে।
তারা বলেন, অদক্ষ ও অযোগ্য প্রশাসনের কারণে একাডেমিক কার্যক্রম দারুণভাবে ভেঙে পড়েছে। জবাবদিহিতার অভাবে শিক্ষার্থীদের দ্বারা পবিত্র আল-কোরআন অবমাননার মতো জঘন্য ঘটনা ঘটেছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিস্তার ঘটেছে, যার ফলে প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও নীতিমালা উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে, যা আইনবহির্ভূত।
বর্তমানে মনিপুর স্কুলের মত এত বড় একটা শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হওয়ায় চরম নৈরাজ্য ও অরাজকতা স্কুলের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি জরুরি হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম, ডা. মঈন উদ্দিন, আব্দুল মুতাকাব্বির, আব্দুল্লাহ আল আমান, শাহবুদ্দিনসহ বহু সংখ্যক অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কমিটি নির্বাচনের শিডিউল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। রোববার মিরপুরে ৬০ ফিট রোডে মনিপুর স্কুলের (মুল বালক) প্রধান গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অভিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এতে আগামী তিন দিনের মধ্যে গভর্নিং বডি নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান।
মানববন্ধনে অভিভাবকরা বলেন-২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত স্কুলটি পকেট কমিটি দারা পরিচালিত হয়ে আসছে (সিলেক্টেড কমিটি)। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৮ বছর যাবত অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। ৩৬ শে জুলাইয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নির্মুল হলেও মনিপুর স্কুলে ফ্যাসিস্টদের দোসররা বহাল তবিয়তে আছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটি কর্তৃক বিদ্যালয় পরিচালিত হওয়ায় শিক্ষার মান, প্রশাসনিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার প্রভাবে এসএসসি ও এইচএসসি ফলাফল বিপর্যয় ঘটেছে।
তারা বলেন, অদক্ষ ও অযোগ্য প্রশাসনের কারণে একাডেমিক কার্যক্রম দারুণভাবে ভেঙে পড়েছে। জবাবদিহিতার অভাবে শিক্ষার্থীদের দ্বারা পবিত্র আল-কোরআন অবমাননার মতো জঘন্য ঘটনা ঘটেছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিস্তার ঘটেছে, যার ফলে প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও নীতিমালা উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে, যা আইনবহির্ভূত।
বর্তমানে মনিপুর স্কুলের মত এত বড় একটা শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হওয়ায় চরম নৈরাজ্য ও অরাজকতা স্কুলের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি জরুরি হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম, ডা. মঈন উদ্দিন, আব্দুল মুতাকাব্বির, আব্দুল্লাহ আল আমান, শাহবুদ্দিনসহ বহু সংখ্যক অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ থাকা মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ অংশের ট্রেন চলাচল চালু হয়। এর আগে বেলা ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আংশিকভাবে ট্রেন চলছিল।
১ ঘণ্টা আগে
বিশিষ্ট শিক্ষাবিদ,বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সভানেত্রী অধ্যাপক জোসনা ইদ্রীস ইন্তেকাল করেছেন। রোববার ভোরে রাজধানী শ্যামলীর একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১ ঘণ্টা আগে
দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ মাদ্রাসার পরিচালনা পর্ষদ নির্বাচন ৩০ নভেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্পন্ন করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
২ ঘণ্টা আগে
মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারে কর্মক্ষম কেউ থাকলে মেট্রোরেলে চাকরির দেওয়া হবে।
৫ ঘণ্টা আগে