ঘুরে দাঁড়িয়ে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯: ০৩

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগায় জয়রথ অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের তৃতীয় ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে তারা। জিতলেও ম্যাচটিতে প্রথমে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় জাবি আলোনসোর দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। ৫৯ শতাংশ বল দখলে রেখে তাদের নেওয়া ১৭ শটের মধ্যে সাতটি লক্ষ্যে ছিল। বিপরীতে ৯ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখে মায়োর্কা। অফসাইড এবং হ্যান্ডবলের কারণে বড় হারের হাত থেকে বেঁচে যায় নিচের সারির দলটি।

ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। আলেক্সান্ডার আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। তবে অফসাইডের কারণে রেফারি গোল বাতিল করেন। খেলার ধারার বিপরীতে গিয়ে ১৮তম মিনিটে স্বাগতিকদের চমকে দেয় মায়োর্কা। কর্নার থেকে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন সফরকারী দলের স্ট্রাইকার ভেদাত মুরিকি। পুরো গ্যালারি স্তব্ধ করে দিয়ে উদযাপনে মাতে মায়োর্কা। যদিও রিয়ালের দুই মিনিটের ঝড়ে তাদের সে উদযাপন বিষাদে পরিণত হয়।

৩৭ মিনিটে রিয়ালকে ম্যাচে ফেরান আর্দা গুলের। ডিন হুইজসেনের হেড পাস থেকে বল পেয়ে ফিরতি হেডে ঠিকানা খুঁজে নেন এই তুর্কি তারকা। পরের মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। ফেডেরিকো ভালভার্দের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের ২ ফুটবলারের বাধা পেরিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান এই উইঙ্গার।

প্রথমার্ধের বাকি সময় এবং বিরতির পর বেশকিছু সহজ সুযোগ তৈরি করেও জয়ের ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। সমতা টানার সুযোগ পেয়ে মায়োর্কাও কাজে লাগাতে পারেনি। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। এক পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে মায়োর্কা। ২ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বার্সেলোনা আছে তিনে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত