আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতকে জিতিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ

স্পোর্টস ডেস্ক
ভারতকে জিতিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ

ওভাল টেস্টে ভারতকে ৬ রানের জয় এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন মোহাম্মদ সিরাজ। ম্যাচ জয়ী পারফরম্যান্সের পর এবার আরো একটি সুখবর পেলেন এই ডানহাতি পেসার। আইসিসি প্রকাশিত সাপ্তাহিক টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন সিরাজ।

ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের সঙ্গে ২-২ সমতায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ করে ভারত। সবশেষ ম্যাচটিতে দল জেতানোর পথে দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন। তাতেই টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ উন্নতি করেছেন সিরাজ।

বিজ্ঞাপন

৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ১৫তম স্থানে আছেন এই বোলার। এই সংস্করণের বোলারদের র‌্যাঙ্কিংয়ে সিরাজের আগের সেরা অবস্থান ছিল ১৬তম। ওভাল টেস্টে ভারতকে জেতাতে সিরাজের পাশাপাশি বল হাতে দুর্দান্ত ছিলেন প্রসিধ কৃষ্ণা। দুই ইনিংসে সমান চারটি করে উইকেট নেন এই পেসার।

এমন পারফরম্যান্সের পর সিরাজের মতো প্রসিধও ক্যারিয়ারেসেরা অবস্থানে উঠে এসেছেন। ২৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠে এসেছেন তিনি। প্রসিধের রেটিং পয়েন্ট ৩৬৮।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন