নতুন চুক্তির আলোচনা স্থগিত

আল-নাসর ছাড়ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৪: ০০

নিজের দায়িত্বটা ঠিকঠাকই পালন করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। দেখা পাচ্ছেন গোলের পর গোল। চলতি মৌসুমে ইতোমধ্যে আল-নাসরের জার্সিতে গোল করে ফেলেছেন ৩৩টি। সতীর্থদের গোলে অ্যাসিস্ট করেছেন চারটি। সিআর সেভেন নিজে দুর্দান্ত কিন্তু নিষ্প্রভ। সৌদি ক্লাবটি এ মৌসুমে এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। সামনে নেই কোনো শিরোপা জয়ের সুযোগও। এ কারণে নতুন চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া এখন বন্ধ রেখেছেন পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী। এমনটাই বলছে মার্কা।

বিজ্ঞাপন

এখনো পর্দা নামেনি সৌদি প্রো লিগে। আল-নাসর লিগে খেলবে আরো চার ম্যাচ। তবে ম্যাচ হাতে থাকলেও লিগ শিরোপার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আল ইত্তিহাদের বিপক্ষে ৩-২ গোলে ধরাশায়ী হওয়ায় লিগ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে আল নাসরের। চার ম্যাচ হাতে রেখেই আল-নাসর থেকে পরিষ্কার ১১ পয়েন্টের লিড নিয়ে পয়েন্ট তালিকার সবার ওপরে রয়েছে আল ইত্তিহাদ। ৩০ ম্যাচে ৭১ পয়েন্টের সংগ্রহ নিয়ে পয়েন্ট তালিকায় রাজত্ব করে যাচ্ছে দলটি। ৬০ পয়েন্ট নিয়ে আল-নাসর পড়ে রয়েছে চতুর্থ স্থানে। গত মাসে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে আল-নাসর।

আল ইত্তিহাদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর রোনালদোর প্রতিক্রিয়া ক্লাব কর্তৃপক্ষ মেনে নিতে পারছে না কোনোভাবেই। লড়াই শেষে ক্ষুব্ধ রোনালদো মাঠ ছাড়েন। গত জানুয়ারিতে জানা গিয়েছিল, নতুন চুক্তিতে আল-নাসরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছেন এ পর্তুগিজ মহাতারকা। চুক্তি হলে বিশাল অঙ্কের অর্থের সঙ্গে ক্লাবটির আংশিক মালিকানাও দেওয়া হবে রোনালদোকে।

‘শতাব্দীর সেরা চুক্তি’টি হয়ে গেলে ৫ শতাংশ মালিকানাস্বত্বের সঙ্গে প্রতি মৌসুমে ১৮ কোটি ৩০ লাখ ইউরো পেতেন রোনালদো। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২ হাজার ২৯৫ কোটি টাকা। মার্কাই খবরটি দিয়েছিল বছরের শুরুতে। স্প্যানিশ সেই গণমাধ্যমটি এখন বলছে, দুই পক্ষের চুক্তি আপাতত স্থগিত। তাতেই চলছে, নানা জল্পনা-কল্পনা। অনেকের ধারণা সৌদি ছাড়তে যাচ্ছেন রোনালদো।

২০২৩ সালের জানুয়ারিতে ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি জমান। রোনালদো নাম লেখান মধ্যপ্রাচ্যের আল-নাসরে। এখন পর্যন্ত কোনো লিগ বা মহাদেশীয় শিরোপাই মাথার ওপর উঁচিয়ে ধরতে পারেননি। এ সুপারস্টারের একমাত্র প্রাপ্তি বলতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত