নারী ফুটবলের সংকট সমাধানের চেষ্টায় বাফুফে সভাপতি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫১
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫৭
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

বিদেশ থেকে ফিরে নারী ফুটবলে চলমান সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। জানা গেছে, নারী ফুটবলার ও কোচের দ্বন্দ্ব সমাধানের লক্ষ্যে বাফুফের বিশেষ কমিটি যে প্রতিবেদন জমা দিয়েছে, সেটি হাতে পেয়েই উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি।

বিজ্ঞাপন

এই বৈঠকে ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফেরার জন্য সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ ফুটবলারকে আহ্বান জানান তাবিথ আউয়াল। কিন্তু নিজেদের অবস্থানে অটল থাকেন নারী ফুটবলাররা। আজ কোচ বাটলারের অনুশীলনে যোগ দেননি সাবিনারা। জানা যায়, সবার সঙ্গে আলাদা আলাদা করে বসে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করবেন বাফুফে প্রধান।

অন্যদিকে, বিদ্রোহী খেলোয়াড়রা যদি অনুশীলনে ফেরেন, তাহলে তাদের সাদরে গ্রহণ করবেন কোচ বাটলার। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে শৃঙ্খলার বিষয়টি প্রাধান্য পেয়েছে। যে কারণে চারদিকে আলোচনা- শাস্তি ও জরিমানা হতে পারে কোচ ও খেলোয়াড়- উভয় পক্ষের। বিশেষ কমিটির কাজ চলমান অবস্থায় কোচ বাটলার অভিযোগ করে বলেন, পুরো ১৮ ফুটবলার বর্তমান অবস্থার জন্য দায়ী নয়। সাবিনাদের ইঙ্গিত করে সিনিয়র নির্দিষ্ট কিছু খেলোয়াড় প্রতি দায় চাপান বাটলার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত