বিআইএসসি গেমস শুরু ৭ আগস্ট

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২১: ২৬

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিআইএসসি) আয়োজন করতে যাচ্ছে বিআইএসসি গেমস ২০২৫। প্রতিযোগিতাটি শুরু হচ্ছে ৭ আগস্ট। আসরটি শেষ হবে ৯ আগস্ট। যেখানে টানা তিন দিনব্যাপী হবে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা। এবারের আসরে এই দুটি খেলাকেই কেন্দ্র করে মাঠে নামবে স্কুল পর্যায়ের উদীয়মান তরুণ ক্রীড়াবিদরা।

বিজ্ঞাপন

ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের জন্য থাকছে তিনটি বয়সভিত্তিক বিভাগ- অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯। মেয়েরা অংশ নেবে অনূর্ধ্ব-১৯ বিভাগে। অন্যদিকে, ভলিবল প্রতিযোগিতা হবে ছেলেমেয়েদের উভয়ের জন্যই অনূর্ধ্ব-১৯ বিভাগে।

‘বিআইএসসি গেমস’ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, দলীয় সংহতি ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিযোগিরা যখন নিজেদের স্কুলের প্রতিনিধিত্ব করে মাঠে নামবে, তখন শুধুই জয়-পরাজয় নয়, গুরুত্ব পাবে শৃঙ্খলা, একাগ্রতা ও খেলোয়াড়সুলভ আচরণ- যা শিক্ষার্থীদের জন্য হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতা।

ছাত্র, প্রশিক্ষক ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মাঠে প্রথম থেকে শেষ বাঁশি পর্যন্ত প্রতিটি মুহূর্ত হবে রোমাঞ্চকর- যা উপস্থিত সবাইকে উপহার দেবে একাধিক স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা।

বিষয়:

বিআইএসসি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত