লিটনকে নিয়ে পাকিস্তানের ‘বিশেষ পরিকল্পনা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২: ৫১

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। সবশেষ ২৭ ইনিংসে মাত্র একবার অর্ধশতকের দেখা পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সফরেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপরও লিটনকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। এই ডানহাতি ব্যাটারকে দ্রুত আউট করতে চান তারা।

আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের মধ্যে দুটিই ভেসেছে রান বন্যায়। এমন সিরিজে লিটনের ব্যাট থেকে এসেছে ৬৫ রান। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতেই খেলেন ৪০ রানের ইনিংস। বাকি দুই ম্যাচে করেন ২৫ রান।

বিজ্ঞাপন

আরব আমিরাতের বিপক্ষে সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও লিটনকে হালকাভাবে নিয়ে ভুল করতে চায় না পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার (২৮ মে) রাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা। সিরিজের বাকি ম্যাচদুটি হবে ৩০ মে ও ১ জুন।

তার আগে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটন দাস খুবই দারুণ। সে এমন একজন ক্রিকেটার যাকে আমরা দ্রুত আউট করতে চাইব। সে রান না করতে পারলে বাংলাদেশের মনোবল ভেঙে যাবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত