সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলেছে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৫: ৩০
ভিনিসিয়ুস জুনিয়রের গোল উদযাপন, ছবি: এক্স হ্যান্ডেল

প্যারাগুয়েকে হারিয়ে নিজেদের কাজ এগিয়ে রেখেছিল ব্রাজিল। পরে উরুগুয়ের কাছে ভেনিজুয়েলা হার মানায় সেলেসাওদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যায়। বাছাই পর্বে দুই ম্যাচ বাকি রেখেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২৩তম বারের মতো জায়গা করে নিয়েছে ফুটবলের বিশ্বমঞ্চে। ফিফার বৈশ্বিক টুর্নামেন্টে খেলার বিশ্বরেকর্ড এটি। ব্রাজিলের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলেছে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। ইউরোপের এ ফুটবল পাওয়ার হাউজ এখন পর্যন্ত অংশ নিয়েছে বিশ্বকাপের ২০টি আসরে। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের মিশন এখনো শুরু করেনি জার্মানরা।

বিজ্ঞাপন

জার্মানি সবশেষ বিশ্বকাপে খেলেনি ১৯৫০ সালে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ ছিল তারা। এরপর বিশ্বকাপে টানা ১৮টি আসরে অংশ নিয়েছে ইউরোপীয় এ ফুটবল পরাশক্তি। জার্মানি খেলেনি ১৯৩০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের অভিষেক আসরেও। তালিকার তিন নম্বরে রয়েছে লাতিন আমেরিকার ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা থেকে এবার সবার আগে বিশ্বকাপে নিজেদের নাম লিখলেও ডিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসির প্রিয় জন্মভূমি বিশ্বকাপে খেলবে ১৯ বারের মতো। আর্জেন্টিনা ১৯৩৮ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল। আর বাছাই পর্বের বৈতরণী পেরোতে পারেনি তারা ১৯৭০ সালে।

আর ইতালি বিশ্বকাপ খেলেছে সব মিলিয়ে ১৮ বার। যদিও ২০১৪ সালের পর টানা দুটি বিশ্বকাপের মূল পর্বের টিকিট পায়নি চারবারের সাবেক চ্যাম্পিয়নরা। তার আগে ১৯৩০ ও ১৯৫৮ সালে ফিফার ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে ছিল না ইতালিয়ানরা। ইতালির সমান ১৮ বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে মেক্সিকোও।

বিশ্বমঞ্চে সর্বাধিক অংশগ্রহণ

দল অংশগ্রহণ

ব্রাজিল ২৩*

জার্মানি ২০

আর্জেন্টিনা ১৯*

ইতালি ১৮

মেক্সিকো ১৮*

স্পেন ১৬

ফ্রান্স ১৬

ইংল্যান্ড ১৬

বেলজিয়াম ১৪

উরুগুয়ে ১৪

*২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে যারা

বিষয়:

ফিফা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত