প্রেসিডেন্ট কাপ টেবিল টনিস শুরু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৩: ০৫
আপডেট : ২৩ মে ২০২৫, ১৭: ০১
উদ্বোধনী দিনের খেলার একটি দৃশ্য, ছবি: বিটিটিএফ

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (বিটিটিএফ) উদ্যোগে বৃহস্পতিবার শুরু হয়েছে প্রেসিডেন্ট কাপ ওপেন র‍্যাঙ্কিং প্রাইজমানি টেবিল টেনিস টুর্নামেন্ট। চার দিনের এই টুর্নামেন্টে ৮টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ২৮২ জন প্রতিযোগী ও ৪০টি দল।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর স্টেডিয়ামে সকাল ১০টায় অনুর্ধ্ব-১৯ বালক, বালিকা, পুরুষ ও মহিলা টেবিল টেনিস খেলোয়াড়দের মধ্যে একক এবং দলগত খেলা শুরু হয়।

বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ (সনেট)। এ সময় ভাইস প্রেসিডেন্ট তাহমিনা তারমিন বিনু, জয়েন্ট সেক্রেটারি নাসিমুল হাসান কচিসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের আয়োজনে স্পন্সর করেছে মাইক্রো-ফাইবার গ্রুপ ও ইনসেপ্টা ফার্মা।

টুর্নামেন্টে বালক অনূর্ধ্ব-১৯ দলগত ইভেন্টে ১৭টি দল, বালিকা অনূর্ধ্ব-১৯ দলগত ইভেন্টে ৮টি দল, পুরুষ দলগত ইভেন্টে ২৫টি দল ও মহিলা দলগত ইভেন্টে ১০টি দল অংশগ্রহণ করছে। চারটি ক্যাটাগরিতে ৪০টি দল নিজেদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ জেল পুলিশ, মাইক্রো ফাইবার গ্রুপ টিটি একাডেমি, রাজশাহী টেবিল টেনিস কমিউনিটি, ফিউচার স্পোর্টিং ক্লাব, জিটিটি, মীরপুর টেবিল টেনিস একাডেমি, ব্যাটম্যান ক্লাব, উত্তরা টেবিল টেনিস একাডেমি, ব্যাংকার্স ক্লাব, ডুফা ক্লাব, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, কুষ্টিয়া, জয়পুরহাট, যশোহর, চাঁদপুরসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত