গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল সিলেট

সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৭: ২৮

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বরতার ও গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়েছে সিলেট। বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল মানববন্ধন করে এই বর্বরতার বন্ধের দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর ও ইসলামী ছাত্রশিবির এবং বাম ছাত্র সংগঠন নগরীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

এসব কর্মসূচি থেকে বিমান হামলায় নারী, শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ফিলিস্তিনি জনগণের উপর বিমান হামলা ও গণহত্যা বন্ধের জোড়ালো দাবি জানানো হয়।

বুধবার গাজায় বিমান হামলার প্রতিবাদে সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমেদ। এতে সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ধরে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল "গাজায় গণহত্যা চলবে না", "ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার চাই", "ইসরায়েলের বর্বরতা বন্ধ কর" ইত্যাদি।

মানববন্ধনে বক্তারা বলেন, "ইসরায়েলের সাম্প্রতিক হামলা আবারও প্রমাণ করছে, ফিলিস্তিনের মানুষকে ধ্বংস করে দেওয়ার সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। নিরপরাধ শিশু ও নারীদের ওপর নির্বিচার বোমাবর্ষণ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় নীরব।"

তারা জাতিসংঘ, ওআইসি এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শুধু নিন্দা নয়, ইসরায়েলের আগ্রাসন রুখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নতুবা ইতিহাসের কাঠগড়ায় বিশ্ব নেতৃত্বকেও একদিন দাঁড়াতে হবে। আজ ফিলিস্তিনের জনগণ চরম সংকটের মুখে। খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে লাখো মানুষ। এই পরিস্থিতি বিশ্বের সকল বিবেকবান মানুষের জন্য লজ্জাজনক।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, সিলেট জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস। মানববন্ধনের সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, উক্ত মানববন্ধনে সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিন্দাবাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই হামলা বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে।

বিক্ষোভে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিবাদ কর্মসূচির সময় শিক্ষার্থীরা “ফ্রি প্যালেস্টাইন ও “ইসরায়েলের আগ্রাসন বন্ধ কর” এমন নানা স্লোগান দেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সিলেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত