
অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জনমানবশূন্য এলাকায় খালের ওপর নির্মিত একটি গার্ডার ব্রিজ এখন স্থানীয়দের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণের পাঁচ বছর পার হলেও দুপাশে কোনো সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না। উল্টো এটি সরকারি টাকা অপচয়ের বড় উদাহরণ হয়ে দাঁড়



