
চট্টগ্রামে এলজিইডি অফিসে নাটকীয়তা: একদিনে এক অফিসে দুই নির্বাহী প্রকৌশলী
গত দুইদিন ধরে নাটকীয়তা চলছে চট্টগ্রামের এলজিইডি অফিসে। বুধবার এক অফিসে অফিস করেছেন দুই জন নির্বাহী প্রকৌশলী। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। তবে বৃহস্পতিবার কেউ অফিসে আসেননি। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার খোরাক যুগিয়েছে সরকারি দফতরগুলোতে। শুরু হয়েছে নানান গুঞ্জন।











