
এল ক্লাসিকো
ভিনি-এমবাপ্পেকে রুখতে মরিয়া বার্সা
ফুটবল উন্মাদনা আর উত্তেজনা বাড়িয়ে দিতে দোরগোড়ায় হাজির এল ক্লাসিকো। মৌসুমের প্রথম ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিপক্ষের রণকৌশল নস্যাৎ করতে ছক এঁকে যাচ্ছে স্পেনে দুই জায়ান্ট টিম।







