
নগরীর বর্জ্যে স্বাস্থ্যঝুঁকিতে বারনই নদীপাড়ের মানুষ
এক সময় বারনই নদী ছিল রাজশাহীর গ্রামীণ জনপদের প্রাণশক্তি। নদীপথে মানুষ পণ্য আনা-নেওয়া করত, মাছ ধরেই চলত অনেকের জীবিকা। নদীপাড়ের কৃষকরা পানির ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু ধীরে ধীরে নদীর বুকে জমা হলো বালু-পলি, কমে গেল প্রবাহ। নিয়মিত ড্রেজিং না হওয়ায় নাব্য হারাল নদী।






