
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু
দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


