
দুর্ভোগের রাজধানী
ফুটপাতের অস্তিত্ব শেষ, সড়কের অর্ধেকই হকারের পেটে
রাজধানী ঢাকার ফুটপাত এখন আর পথচারীদের জন্য নয়; চলে গেছে হকার, চাঁদাবাজ সিন্ডিকেট আর রাজনৈতিক আশ্রয়ে গড়ে ওঠা অবৈধ দোকানের দখলে। ফুটপাতের পর একে একে দখল হয়ে যাচ্ছে প্রধান সড়কও। ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন এ ভোগান্তির শিকার হচ্ছেন লাখো নগরবাসী। মতিঝি




