ফিফা র্যাংকিংয়ে ৯২তম দল বাহরাইন। আর র্যাংকিংয়ের ১২৮তম দল বাংলাদেশ। দুদলের মধ্যে র্যাংকিংয়ের ব্যবধানটা ৩৬ ধাপের। তাই যেন অসম আর এক পেশে এক লড়াইয়ের চিত্রনাট্য ভাসছিল ফুটবলপ্রেমীদের চোখে। সবাই ধরেই নিয়েছিলেন, মাঠের লড়াইয়ে অগ্নি পরীক্ষাই দিতে হবে দেশের মেয়েদের। বাস্তবে হলো উল্টোটা। বাংলাদেশের মেয়ের
টিভিতে আজকের খেলা