
বুন্দেসলিগা
রোনালদো-হালান্ডকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় কেইন
ঘরোয়া ফুটবলে দারুণ সময় কাটছে বায়ার্ন মিউনিখের। বিশেষ করে বুন্দেসলিগায়। চ্যাম্পিয়ন বাভারিয়ানরা খেলে যাচ্ছে ঠিক শিরোপাধারীদের মতোই। ছন্দটা ধরে রেখে পেল তারা আরো একটি উড়ন্ত জয়। শুক্রবার রাতে বায়ার্ন নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় ৪-০ গোলে ধসিয়ে দিয়েছে ওয়ের্ডার ব্রেমেনকে।


