স্পোর্টস ডেস্ক
দারুণ ছন্দে রয়েছেন হ্যারি কেইন। গোলের পর গোল করে যাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা ফরোয়ার্ড। ব্যাপারটি এখন এমন- যেন গোল করা তার কাছে মুড়ি-মুড়কির ব্যাপার। হ্যাটট্রিক করাটাও যেন তার জন্য অনেক সহজ। ফের প্রমাণ দিলেন, মাঠে নামলেই পেয়ে যান গোলের দেখা। শুধুই কি গোল! দাপুটে ফর্মে থাকা কেইন উপহার দিলেন আরেকটি অসাধারণ হ্যাটট্রিকও। তার দ্যুতি ছড়ানোর ম্যাচে হোফেনহেইমকে ধসিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৪-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন। হ্যাটট্রিকম্যান কেইনের সঙ্গে জার্মান লিগ চ্যাম্পিয়নদের জার্সি গায়ে অন্য গোলটি এনে দেন সের্গে জিনাব্রি।
নতুন মৌসুম শুরু হলো সবে। এরই মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়ে গেছেন কেইন। সামনে হ্যাটট্রিক করার জন্য পাবেন আরো অনেক সুযোগ। জার্মান লিগে দলের প্রথম ম্যাচেই তিন গোল দিয়েছেন। এ মৌসুমের প্রথম হ্যাটট্রিক পাওয়া ম্যাচে প্রতিপক্ষ ছিল লাইপজিগ। গত ২২ আগস্টের সেই ম্যাচে বায়ার্ন পেয়েছিল ৬-০ গোলের উড়ন্ত জয়।
কেইন বায়ার্নে যোগ দেন ২০২৩ সালে। এখন পর্যন্ত দলটির জন্য সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে দশম হ্যাটট্রিক উপহার দিলেন কেইন। ক্যারিয়ারে এটি তার ২৮তম হ্যাটট্রিক। বায়ার্নের জার্সিতে ১০৩ ম্যাচে কেইন পেলেন ৯৮ গোল। লিগে নিজেদের আগের ম্যাচেও জোড়া গোল এনে দিয়েছিলেন কেইন। শনিবার রাতে প্রথম গোলের দেখা পান লড়াইয়ের ৪৪ মিনিটে। কেইন পরের দুটি গোল করেন পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে (৪৮ ও ৭৭ মিনিটে)। ম্যাচের ৮২ মিনিটে একটি গোল শোধ করে হোফেনহেইম। ইনজুরি টাইমের নবম মিনিটে জিনাব্রি জালে বল জড়ালে বড় জয়ের উল্লাসে মাতে বায়ার্ন।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। আর ইতালিয়ান সেরি এতে ক্রিস্টিয়ান পিউলিসিকের জোড়া গোলে এসি মিলান ৩-০ ব্যবধানে হারিয়েছে উদিনেসকে। তবে জুভেন্টাস ১-১ গোলে হোঁচট খেয়েছে হেল্লাস ভেরোনার মাঠে।
দারুণ ছন্দে রয়েছেন হ্যারি কেইন। গোলের পর গোল করে যাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা ফরোয়ার্ড। ব্যাপারটি এখন এমন- যেন গোল করা তার কাছে মুড়ি-মুড়কির ব্যাপার। হ্যাটট্রিক করাটাও যেন তার জন্য অনেক সহজ। ফের প্রমাণ দিলেন, মাঠে নামলেই পেয়ে যান গোলের দেখা। শুধুই কি গোল! দাপুটে ফর্মে থাকা কেইন উপহার দিলেন আরেকটি অসাধারণ হ্যাটট্রিকও। তার দ্যুতি ছড়ানোর ম্যাচে হোফেনহেইমকে ধসিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৪-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন। হ্যাটট্রিকম্যান কেইনের সঙ্গে জার্মান লিগ চ্যাম্পিয়নদের জার্সি গায়ে অন্য গোলটি এনে দেন সের্গে জিনাব্রি।
নতুন মৌসুম শুরু হলো সবে। এরই মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়ে গেছেন কেইন। সামনে হ্যাটট্রিক করার জন্য পাবেন আরো অনেক সুযোগ। জার্মান লিগে দলের প্রথম ম্যাচেই তিন গোল দিয়েছেন। এ মৌসুমের প্রথম হ্যাটট্রিক পাওয়া ম্যাচে প্রতিপক্ষ ছিল লাইপজিগ। গত ২২ আগস্টের সেই ম্যাচে বায়ার্ন পেয়েছিল ৬-০ গোলের উড়ন্ত জয়।
কেইন বায়ার্নে যোগ দেন ২০২৩ সালে। এখন পর্যন্ত দলটির জন্য সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে দশম হ্যাটট্রিক উপহার দিলেন কেইন। ক্যারিয়ারে এটি তার ২৮তম হ্যাটট্রিক। বায়ার্নের জার্সিতে ১০৩ ম্যাচে কেইন পেলেন ৯৮ গোল। লিগে নিজেদের আগের ম্যাচেও জোড়া গোল এনে দিয়েছিলেন কেইন। শনিবার রাতে প্রথম গোলের দেখা পান লড়াইয়ের ৪৪ মিনিটে। কেইন পরের দুটি গোল করেন পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে (৪৮ ও ৭৭ মিনিটে)। ম্যাচের ৮২ মিনিটে একটি গোল শোধ করে হোফেনহেইম। ইনজুরি টাইমের নবম মিনিটে জিনাব্রি জালে বল জড়ালে বড় জয়ের উল্লাসে মাতে বায়ার্ন।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। আর ইতালিয়ান সেরি এতে ক্রিস্টিয়ান পিউলিসিকের জোড়া গোলে এসি মিলান ৩-০ ব্যবধানে হারিয়েছে উদিনেসকে। তবে জুভেন্টাস ১-১ গোলে হোঁচট খেয়েছে হেল্লাস ভেরোনার মাঠে।
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৬ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪১ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১০ ঘণ্টা আগে