
এবার কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ নিহত
বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ১৮৪৪ নং পিলারের কাছে কৃষি জমিতে কাজ করতে যায় সুকিরাম উরাং। এসময় তাকে দেখে ভারতীয় বিএসএফ সদস্যরা তার উপর এলোপাতাড়ি গুলি চালায়। প্রাণ বাঁচাতে সে দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ে যায়।























