
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ: সাদিক কায়েম
সাদিক কায়েম বলেছেন, এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে, জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের পক্ষে রায় দিয়েছে।

সাদিক কায়েম বলেছেন, এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে, জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের পক্ষে রায় দিয়েছে।

আমাদের যে আশা ছিল, গত ৫৪ বছরে তা পূরণ হয়নি। গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, তাতে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে, বাংলাদেশ সেদিকেই যাবে ইনশাল্লাহ। ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ের এয়ারপোর্ট চালু করবে।

সুনামগঞ্জে সাদিক কায়েম
দিরাই-শাল্লায় দাঁড়িপাল্লার কান্ডারি সারা দেশের নেতা জানিয়ে সাদিক কায়েম বলেন, তিনি ইতোমধ্যে রাস্তাঘাট নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, ফ্রি চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন কাজ করেছেন। তিনি বলেন, শিশির মনির একদিনে তৈরি হয়নি।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়।



খাগড়াছড়িতে সাদেক কায়েম






সাদিক কায়েমের অভিযোগ




ডাকসু ভিপি সাদিক কায়েম






সাদিক কায়েমের পোস্ট
