
আমার দেশ-এ খবরের পর নরসিংদীতে অভিযান
আওয়ামী আস্তানা থেকে ১১ অস্ত্রসহ আট সন্ত্রাসী গ্রেপ্তার
নরসিংদীর বৃহত্তর চরাঞ্চল রায়পুরা। উপজেলার সায়দাবাদ এলাকায় পলাতক আওয়ামী ক্যাডার ও ফ্যাসিবাদের দোসররা রাতের আঁধারে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছে, তৈরি করছে অস্ত্র আর সেগুলো দিয়ে চেষ্টা চলে নাশকতার। ইতোমধ্যে সেখানে প্রশিক্ষণ নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতে দেওয়া হয় সশস্ত্র মহড়াও। এতে অকালে প্রাণ



