জিলহজের আরাফার এই দিনটি সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন। যেমন শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদরের (শবেকদর) রাত। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠতম রজনি। তেমনি মাস হিসেবে রমজান মাস, ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস
জিলহজ মাস হিজরি সনের দ্বাদশ ও সমাপনী মাস। এই মাসেই মুসলিম উম্মাহ কোরবানি পালন করেন। আর পবিত্র হজও জিলহজ মাসে হয়। এভাবে জিলহজ মাসের বৈশিষ্ট্য ও ফজিলত ইসলামি ইতিহাসে অনন্য। তবে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ, এ দিবসগুলোর আমল অত্যন্ত ফজিলতময়।