বেশির ভাগ ক্ষেত্রেই কারণ জানা যায় না। তবে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। যাদের আয়োডিনের স্বল্পতার কারণে গলগণ্ড রোগ রয়েছে, তারা উচ্চঝুঁকিতে আছেন। উত্তরবঙ্গের মানুষের মধ্যে গলগণ্ডের প্রবণতা অন্যান্য অঞ্চল থেকে তুলনামূলক বেশি দেখা যায়। যদি গলায় ক্ষতিকর বিকিরণ পেয়ে থাকেন, তাহলে ২০-২৫ বছর পর থাইরয়েড ক্যানসার
থাইরয়েড গ্রন্থিতে টিউমার হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। এই টিউমারগুলো থেকে ক্যানসারের ঝুঁকিও থেকে যায়। শরীরের অন্যান্য অঙ্গের মতো থাইরয়েড গ্রন্থিতেও টিউমার বা ক্যানসার হতে পারে। এ ধরনের ক্যানসারকে থাইরয়েড ক্যানসার বলে।