থাইরয়েড গ্রন্থির অপারেশনের ফলে জটিলতা

ডা. মো. আব্দুল হাফিজ শাফী
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৫: ৫৮

বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে সারা পৃথিবীর মতো আমাদের দেশেও জটিলতার সম্ভাবনা অত্যন্ত নগণ্য। চিকিৎসক হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ঝুঁকিমুক্ত অপারেশন সম্পন্ন করার।

থাইরয়েড গ্রন্থির পেছনে প্যারাথাইরয়েড নামে দুই জোড়া গ্রন্থি থাকে। যেই গ্রন্থির গুরুত্বপূর্ণ কাজ হলো, আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ স্বাভাবিক রাখা। পুরো থাইরয়েড গ্রন্থি কোনো কারণে কেটে ফেলার সময় প্যারাথাইরয়েড গ্রন্থি হঠাৎ অস্ত্রোপচারের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, যদিও বর্তমান আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যুগে খুব কম দেখা যায় এ ধরনের জটিলতা।

বিজ্ঞাপন

পাশাপাশি অস্ত্রোপচারের আরেকটি জটিলতা হয় কোনো কোনো ক্ষেত্রে, যা ১ থেকে ২ শতাংশ। সেটা হলো, একটি নার্ভ বা স্নায়ু থাকে, এটি আঘাত করলে বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে রোগীর কণ্ঠস্বর বসে যায়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সার্জনরা এ ব্যাপারে আগে থেকেই সতর্ক থাকার কারণে এই জটিলতাগুলো সাধারণত খুব কম ক্ষেত্রেই দেখা যায়।

কীভাবে থাইরয়েড সার্জারি করা হয়?

✔ রোগীর অবস্থা যদি এমন হয় যে সার্জারি ছাড়া বিকল্প নেই, তখন সম্পূর্ণ অজ্ঞান করে জেনারেল এনেসথেসিয়ার মাধ্যমে অপারেশন করা হয়।

✔ সমস্ত মেডিকেল রিপোর্ট ও আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।

✔ সার্জারি পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত তারিখে করা হয়।

✔ রোগী ও পরিবারের সঙ্গে পুরো টিম আলোচনা করে। অপারেশনের সময় সার্জন ও তার টিম, এনেসথেসিওলজিস্ট এবং তার টিম ও অপারেশন থিয়েটার সাপোর্টিং স্টাফ উপস্থিত থাকবেন।

আমাদের দেশে দেখা যায়, এখনো অনেকেই গলগণ্ডের ব্যাপারটায় বেশ অনীহা প্রকাশ করেন এবং এর জন্য রোগী ও তার পরিবারকে শেষ পর্যন্ত যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়। তাই সচেতন থাকি, সুস্থ থাকি।

লেখক : আবাসিক সার্জন (ইএনটি)

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত