
বুটিকস শিল্পের নীরব বিপ্লবী ফারজানা আফরিন
সন্ধ্যার আলো নিভে এলে শহরের ঘরগুলোর কেউ টিভির নাটকে হারিয়ে যান, কেউ আড্ডার চক্রে রাত কাটান। তবে শহরের এক নীরব ঘরে ফারজানা আফরিন তখন নিজের অবসরের ভাঁজে লুকিয়ে থাকা অলসতাকে দূরে সরিয়ে নতুন পথ খুঁজে নেন। উপস্থাপনার ব্যস্ততা ও গৃহিণী জীবনের দায়িত্ব সামলে তার ভেতরের আরেক মানুষ সবসময় জেগে থাকে।







