উদ্যোক্তা তৈরির ‘উদ্যোক্তা’

মো. মাসুদ হোসেন
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৫: ১৭

মাত্র ১ লাখ টাকা দিয়ে শুরু করা অনলাইন ব্যবসার পুঁজি এখন ৩০ লাখ টাকা। এমনকি যে ব্যবসা শুরু করেছিলেন একা, সেখানে এখন তার অধীনে কাজ করেন ১৫ জন তরুণ। এই গল্পটা চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার উদ্যোক্তা মুসকান নূরের।

ছোটবেলা থেকেই শখের বসে রান্না করে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেন মুসকান। কে জানত এটিই তার উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠবে। নানা ঘাত-প্রতিঘাত জয় করে, সমাজের বাধা-বিপত্তি ঠেলে আলোর মশাল জ্বালিয়েছেন তিনি। নিজে সফল হওয়ার পাশাপাশি আরো অনেক নারী উদ্যোক্তা তৈরি করেছেন মুসকান। যাকে বলা যায় উদ্যোক্তা তৈরির ‘উদ্যোক্তা’!

বিজ্ঞাপন

দুই সন্তানের জননী মুসকান সরকারি চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করবেন, এমনটাই ভেবেছিলেন সব সময়। স্কুল জীবন থেকেই স্বপ্ন দেখতেন উদ্যোক্তা হওয়ার। ঘরে বসে কিছু করার চিন্তা নিয়ে ২০১৯ সালে ফেসবুকে ‘লেডিস স্মাইল’ নামে একটা গ্রুপ খুলেন তিনি। সেই গ্রুপে এখন ২২ হাজারের বেশি সদস্য। নারী উদ্যোক্তাদের পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি তিনি নিজেও দেশীয় শাড়ি, পাঞ্জাবি ও জুয়েলারি ব্যবসা চালু করেন। পরে ডাবের পুডিং, হোম মেড কেক, আচারসহ বিভিন্ন খাবারের কাজ শিখে শুরু করে দেন এগুলোর ব্যবসাও। ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়ে ব্যবসার পরিধি বাড়ানোর চিন্তা মাথায় আসে এই নারী উদ্যোক্তার। যেই ভাবা সেই কাজ। ২০২৩ সালে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় চালু করেন ‘টেস্টি বাইট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’ নামে একটি প্রাতিষ্ঠানিক ব্যবসা। এখানেও বেশ সাড়া পান মুসকান।

উদ্যোক্তা তৈরির স্বপ্ন দেখা এ নারী উদ্যোক্তা বলেন, ‘সমাজের অনেক নারীই উদ্যোক্তা হতে চান, কিন্তু উদ্যোগ থাকলেও সুযোগ হচ্ছে না। আমি তাদের উদ্যোগকে ছড়িয়ে দিতে চাই। এ কারণেই আমার স্বপ্ন নারী উদ্যোক্তা তৈরি করা, যারা সফল হয়ে অবদান রাখবেন দেশের অর্থনীতিতে। বর্তমানে বেকারত্ব বেড়েই চলছে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অনেক নারীর আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এটাই আমার কাছে পরম পাওয়া।’

বিভিন্ন হাতের কাজ শেখাসহ মার্কেটিংয়ের ওপরও প্রশিক্ষণ নিয়েছেন মুসকান। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ পেলে আগামীতে আরও প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেন তিনি। মুসকান নূর বলেন, ‘নিম্ন ও মধ্যবিত্তদের কথা চিন্তা করে কম দামে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করি। আমার তৈরি করা বিভিন্ন ফাস্ট ফুড ও বেকারি আইটেমের চাহিদা বেশি। সে থেকেই এই রেস্টুরেন্ট ও ফাস্ট ফুড ব্যবসাটি প্রাতিষ্ঠানিক হিসেবে নিয়েছি।’

মায়ের কাছ থেকে নেওয়া এক লাখ টাকা দিয়ে শুরু হয় তার অনলাইন ব্যবসা। এখন তার পুঁজি প্রায় ৩০ লাখ টাকা। প্রবাসী স্বামীর উৎসাহে, দুই সন্তান ও সংসার সামলে সফল এই নারী উদ্যোক্তার প্রাতিষ্ঠানিক ব্যবসাগুলোতে এখন কাজ করছেন ১৫ জন তরুণ। মুসকান নূর বলেন, ‘আমার উদ্যোগের জন্য কিছু মানুষ আমাকে অপমান করার চেষ্টা করেছে। তাদের কথায় কর্ণপাত না করে নিজের জায়গায় অটুট ছিলাম। চেষ্টা করে যাচ্ছি নিজে সফল হতে এবং আরো অনেক সফল নারী উদ্যোক্তা তৈরি করতে।’ বেকারত্ব দূরীকরণে আগামীতে আরো শাখা-প্রশাখা চালু করার চিন্তা নিয়েই মুসকান নূরের পথচলা।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত