
ইসলামে বইপাঠের গুরুত্ব
বইপাঠ ও জ্ঞানচর্চা আত্মার প্রশান্তি বয়ে আনে। ইসলাম বইপাঠ ও জ্ঞানচর্চার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। মুসলিমমাত্রই জ্ঞানমনস্ক হবে। বইয়ের উষ্ণ সান্নিধ্যে তার প্রাণ জুড়াবে। থরে থরে সাজানো লাইব্রেরির বইগুলো দেখলেই তার মনে আনন্দের হিল্লোল বইবে। কারণ, বইপাঠের মাধ্যমে সে অজ্ঞতা আঁধার থেকে জ্ঞানের আলোকি




