আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বই মেলার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বই মেলার প্রস্তুতি

পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে এবার ব্যাপক পরিসরে ইসলামী বইমেলার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ পাশে মাসব্যাপী এই মেলার উদ্বোধন হবে শনিবার। এতে দেড় শতাধিক প্রকাশনা সংশ্লিষ্ট স্টল থাকছে। এরিমধ্যে মেলার প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ হতে চলেছে।

বিজ্ঞাপন

মেলা বাস্তবায়ন কমিটির সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দার জানান,

এবার সবচেয়ে বড় আয়োজনে ইসলামী বই মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি এবার প্রথমবারের মত তিনটি বিদেশি তথা পাকিস্তান, মিশর ও লেবাননের প্রকাশকদের স্টল থাকছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে।

তিনি আরো বলেন, শনিবার বিকালে মাসব্যাপী ইসলামী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

আয়োজকরা জানান, মেলার স্টল নির্মাণ, সজ্জ্বীকরণ এবং বিদেশী প্রকাশকদের আগমন ও স্থান বরাদ্দের কাজসহ সকল প্রয়োজনীয় প্রস্তুতি শেষের দিকে। এবার বড় পরিসরে মেলা আয়োজনের ফলে পাঠক ও দর্শনার্থীরা একটি সুন্দর ও মনোরম পরিবেশে আরো স্বাচ্ছন্দ্যে এবং বিস্তৃত পরিসরে তাদের কাঙ্ক্ষিত বইগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা বলেন, এই আয়োজনটি কেবল বই কেনাবেচার স্থান নয় বরং একটি সমন্বিত বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক সমাবেশস্থল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সঠিক ইসলামি জ্ঞানের প্রচার, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধকরণ, সাংস্কৃতিক বিনিময় এবং পাঠক-লেখক-প্রকাশকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে মেলায় ইসলামিক ফাউন্ডেশনের বই ৪০ থেকে ৭০ শতাংশ কমিশনে বিক্রি করা হবে। বিতর্কিত ও বিশৃংখলাসৃষ্টিকারী কোন বই মেলায় বিক্রির সুযোগ থাকবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...