
পেঁয়াজ–রসুনের চাষে আশার বীজ বুনলেও সার সংকটে দুশ্চিন্তায় কৃষক
হালকা শীতের আমেজ, ভোরের কুয়াশা আর কোমল রোদের সঙ্গে সঙ্গে নলডাঙ্গার মাঠে মাঠে শুরু হয়েছে পেঁয়াজ ও রসুন লাগানোর মৌসুম। লাঙল–জোয়াল আর কোদালের শব্দে মুখর হয়ে উঠছে গ্রামবাংলা। নতুন মৌসুম মানেই কৃষকদের চোখে নতুন স্বপ্ন—ভালো ফলন, ন্যায্য দাম আর সংসারে একটু স্বস্তি।




