আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোমালিল্যান্ড ইস্যুতে ইসরাইলের সাথে সৌদির সম্পর্ক ‘জটিল’ হলো

আমার দেশ অনলাইন

সোমালিল্যান্ড ইস্যুতে ইসরাইলের সাথে সৌদির সম্পর্ক ‘জটিল’ হলো

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইসরাইলের সিদ্ধান্ত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পথকে আরও জটিল করে তুলেছে এবং এতে অঞ্চলজুড়ে ইসরাইলের একঘরে হয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। এমন মন্তব্য এসেছে সৌদি রাজপরিবারের শীর্ষস্থানীয় এক সূত্র থেকে।

রোববার ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ওই সৌদি সূত্র বলেন, এই সিদ্ধান্ত সৌদি আরবকে ক্ষুব্ধ করেছে এবং রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাকে আরো দূরে ঠেলে দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “এই পদক্ষেপ সৌদি আরবের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পথ থেকে ইসরাইলকে সরিয়ে দিচ্ছে এবং অঞ্চলজুড়ে তার বিচ্ছিন্নতা বাড়াচ্ছে।”

সৌদি সূত্রটি আরো বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা আঞ্চলিক অস্থিরতা আরো বাড়াচ্ছে। তিনি মন্তব্য করেন, “তিনি শুধু ইসরাইলের ভেতরেই নয়, পুরো অঞ্চলে বিভ্রান্তি সৃষ্টি করছেন।”

সূত্রটি সতর্ক করে বলেন, মিশরের মতো একটি দেশের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করা—যার সঙ্গে সৌদি আরবের লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালির কাছে সামুদ্রিক সীমান্ত রয়েছে—এবং সোমালিল্যান্ডকে স্বীকৃতি না দেওয়া আরব ও মুসলিম দেশগুলোর সবাইকে চ্যালেঞ্জ করা একটি স্পষ্ট হুমকি।

এই তালিকায় আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, সৌদি সূত্রটি ইসরাইলের এই পদক্ষেপকে বিচ্ছিন্নতাবাদীদের স্বীকৃতি দেওয়ার শামিল বলে আখ্যা দিয়েছেন এবং এটিকে আঞ্চলিক নিরাপত্তা লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, “নেতানিয়াহুর বর্তমান নীতি আরব লীগের সদস্য সোমালিয়ার স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করছে। সোমালিয়ার সীমান্ত জাতিসংঘ স্বীকৃত, যার মধ্যে সোমালিল্যান্ডও অন্তর্ভুক্ত।”

শেষে সৌদি রাজপরিবারের এই সূত্র বলেন, “সবসময় দেখা যায়, নেতানিয়াহু প্রকাশ্যভাবে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি উপেক্ষা করছেন।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন