দিল্লিতে দূষণবিরোধী বিক্ষোভ, আটক ৮০

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৬: ১৪
ছবি: বার্তা সংস্থা এপি

ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আশেপাশের এলাকায় বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ইন্ডিয়া গেটে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এ সময় প্রায় ৮০ জনকে আটক করে পুলিশ। খবর বিবিসির।

রোববার ইন্ডিয়া গেটে বিক্ষোভে অংশ নেয় শিশুসহ সকল বয়সী মানুষ। ‘আমরা নিঃশ্বাস নিতে চাই’, ‘আমরা বাঁচতে চাই’, এমন সব প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

বিক্ষোভ থেকে প্রায় ৮০ জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায় বিক্ষোভকারীদের ইন্ডিয়া গেটের কাছে জড়ো হওয়ার অনুমতি ছিল না।

দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবেশ মাহলা বলেন, ইন্ডিয়া গেট কোনো প্রতিবাদের স্থান নয়। এটি একটি উচ্চ-নিরাপত্তা এলাকা।

ভারতের কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার বায়ু মান সূচকে দিল্লির অবস্থান ছিল ‘খুবই খারাপের’ তালিকায়। বায়ু মান স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বাতাস ‘নিরাপদ’, আর ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে ‘অত্যধিক বিপজ্জনক’। সোমবার সকালে নয়াদিল্লির স্কোর ছিল ৩৪৫।

যানবাহনের ধোঁয়া, ধুলা এবং শিল্প দূষণের কারণে দিল্লি এবং এর শহরতলিতে সারাবছর ধরে বাতাসের মান তুলনামূলকভাবে খারাপ থাকে। কিন্তু শীতকালে সমস্যা আরো খারাপ হয় কারণ আশপাশের রাজ্যগুলোতে কৃষকরা ফসলের খড় পোড়ান এবং বাতাসের গতি কম থাকায় দূষণকারী পদার্থ মাটির কাছাকাছি আটকে থাকে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত