ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। মনোনয়ন প্রক্রিয়া শেষে তার পক্ষে ৩৭টি মনোনয়নপত্র জমা পড়ে, বিপরীতে কোনো প্রার্থী মনোনয়ন দেননি, ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।
৪৫ বছর বয়সি নীতিন নবীন আগেও বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিহারের পাটনা‑পশ্চিম (বাংকিপুর) থেকে পাঁচবারের বিধায়ক এবং বিভিন্ন সময়ে বিহার সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিশ্লেষকদের মতে, নীতিন নবীনের নেতৃত্বে আসা দলের নতুন প্রজন্মের প্রতি একটি সাংগঠনিক বার্তা এবং ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্যগুলো পূরণের দিকনির্দেশনা নির্দেশ করছে।
নীতিন নবীনের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান আগামীকাল (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলের শীর্ষ নেতারা ইতিমধ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

