আন্তর্জাতিক ডেস্ক
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছিলেন। এ তালিকায় যুক্ত হন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনও। তারপর আর্মেনিয়া ও আজারবাইজানও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের পক্ষে সমর্থন প্রকাশ করেছে। গাজা-ইসরাইল যুদ্ধবিরতিতেও মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করে চলেছেন তিনি। আর এসব মিলিয়ে তিনি এবার নিজেকে নোবেল পুরস্কারের জন্য যোগ্য মনে করছেন। তাই তো নিজেই পুরস্কারটি চেয়েছেন নরওয়ের অর্থমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে।
নরওয়ের ব্যবসায়িক দৈনিক ড্যাগেনস নায়ারিংস্লিভ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, গত মাসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে আলোচনা করার জন্য নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেছিলেন, তখন তার কাছে সরাসরি নোবল পুরস্কার দাবি করেন ট্রাম্প।
ইসরাইল, পাকিস্তান এবং কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশ শান্তিচুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে মনোনীত করেছে। এছাড়া হোয়াইট হাউসের চারজন পূর্বসূরির পাওয়া এ সম্মাননাটি তিনিও পাওয়ার যোগ্য বলে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ড্যাগেনস নায়ারিংস্লিভ জানিয়েছে, অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোতে রাস্তায় হাঁটার সময় ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেছিলেন। শুল্ক নিয়ে আলোচনার একপর্যায়ে সরাসরি নোবেল পুরস্কার চেয়ে বসেন।
রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ বলেছেন, তাদের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে ট্রাম্পের ফোনের আগে শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য সে ফোনটি করা হয়েছিল। ট্রাম্প নোবেলের প্রসঙ্গ তুলেছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন, এ আলাপের বিষয়বস্তু নিয়ে এর বেশি কিছু বলবেন না তিনি।
তবে এ বিষয়টি নিয়ে হোয়াইট হাউস এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি কোনো মন্তব্য করেনি। এ পুরস্কারের জন্য প্রতি বছর শত শত প্রার্থীকে মনোনীত করা হলেও চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। নরওয়ের সংসদ এ কমিটির পাঁচ সদস্যকে নিয়োগ দেন। প্রতি বছর অক্টোবরে নোবেল পুরস্কার ঘোষণা করে অসলো।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছিলেন। এ তালিকায় যুক্ত হন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনও। তারপর আর্মেনিয়া ও আজারবাইজানও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের পক্ষে সমর্থন প্রকাশ করেছে। গাজা-ইসরাইল যুদ্ধবিরতিতেও মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করে চলেছেন তিনি। আর এসব মিলিয়ে তিনি এবার নিজেকে নোবেল পুরস্কারের জন্য যোগ্য মনে করছেন। তাই তো নিজেই পুরস্কারটি চেয়েছেন নরওয়ের অর্থমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে।
নরওয়ের ব্যবসায়িক দৈনিক ড্যাগেনস নায়ারিংস্লিভ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, গত মাসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে আলোচনা করার জন্য নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেছিলেন, তখন তার কাছে সরাসরি নোবল পুরস্কার দাবি করেন ট্রাম্প।
ইসরাইল, পাকিস্তান এবং কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশ শান্তিচুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে মনোনীত করেছে। এছাড়া হোয়াইট হাউসের চারজন পূর্বসূরির পাওয়া এ সম্মাননাটি তিনিও পাওয়ার যোগ্য বলে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ড্যাগেনস নায়ারিংস্লিভ জানিয়েছে, অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোতে রাস্তায় হাঁটার সময় ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেছিলেন। শুল্ক নিয়ে আলোচনার একপর্যায়ে সরাসরি নোবেল পুরস্কার চেয়ে বসেন।
রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ বলেছেন, তাদের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে ট্রাম্পের ফোনের আগে শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য সে ফোনটি করা হয়েছিল। ট্রাম্প নোবেলের প্রসঙ্গ তুলেছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন, এ আলাপের বিষয়বস্তু নিয়ে এর বেশি কিছু বলবেন না তিনি।
তবে এ বিষয়টি নিয়ে হোয়াইট হাউস এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি কোনো মন্তব্য করেনি। এ পুরস্কারের জন্য প্রতি বছর শত শত প্রার্থীকে মনোনীত করা হলেও চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। নরওয়ের সংসদ এ কমিটির পাঁচ সদস্যকে নিয়োগ দেন। প্রতি বছর অক্টোবরে নোবেল পুরস্কার ঘোষণা করে অসলো।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
১৯ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩১ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে