রেকর্ড গড়ে দশমবারের মতো ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। আজ (বৃহস্পতিবার) ঐতিহাসিক গান্ধী ময়দানে বেলা ১১টা ৩০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমসের।
২৫ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। রাজ্যপাল আরিফ মহম্মদ খান তাকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর মঞ্চেই নীতীশকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী মোদি।
মোদি ছাড়াও বিহারের মন্ত্রীদের শপথ মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ বিজেপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। মূলত শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিহারে শক্তি প্রদর্শন করেছে এনডিএ।
প্রায় ২০ বছর ধরে একাধিক মেয়াদে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন নীতীশ কুমার। কখনো আরজেডি, আবার কখনো এনডিএর সঙ্গে জোট করে নয়বার মুখ্যমন্ত্রী হন তিনি। প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন সমতা পার্টির হয়ে। সেসময় মাত্র ৭ দিন বিহারের ক্ষমতায় ছিলেন। তারপর ধীরে ধীরে বিহারের রাজনীতিতে অবিচ্ছেদ্য হয়ে ওঠেন নীতীশ কুমার। দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে জাতীয় রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করলেন নীতীশ কুমার।
এবারের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল ভোটে জয়ী হয়েছে। ২৪৩টি আসনের মধ্যে ২০২টিতে জয়লাভ করেছে তারা। বিজেপি ৮৯টি আসনে জিতেছে। নীতীশের জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ৮৫টি আসন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯টিতে জিতেছে। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এস) পাঁচটি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি আসনে জিতেছে। লালুপ্রসাদ যাদবের আরজেডি পেয়েছে মাত্র ২৫টি আসন। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ৬টি।
আরএ


ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম
পাক-ভারত যুদ্ধে কে জিতেছে, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন