ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও এক হাজার ২০০ ক্ষেপণাস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এমন অভিযোগ করেছেন। মাদুরোর অভিযোগ, তার সরকারকে উৎখাত করতেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
সোমবার সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, মার্কিন বাহিনী আক্রমণ করলে তিনি ‘সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা’ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়। তবে তার সেনাবাহিনী মার্কিন বাহিনীর যেকোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত।
মাদুরোর অভিযোগ, ‘সামরিক হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তন চাইছে। আমাদের মহাদেশে গত ১০০ বছরের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বড় হুমকি মোকাবিলা করছে। আট যুদ্ধ জাহাজ আর এক হাজার ২০০ ক্ষেপণাস্ত্র, সাবমেরিন দিয়ে তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করছে।’
তিনি বলেন, ‘যদি ভেনেজুয়েলায় আক্রমণ করা হয়, তাহলে আমরা আমাদের ভূখণ্ড রক্ষায় অবিলম্বে সশস্ত্র সংগ্রামে নামবো।’ আক্রান্ত হলে সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করার কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় উপকূল ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো। এছাড়া সাধারণ মানুষকে আধাসামরিক বাহিনীতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনেজুয়েলায় মাদক ব্যবসা পরিচালনায় যুক্ত আছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়ে রেখেছেন। মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রকে তিনি সন্ত্রাসীর তকমাও দিয়েছেন।
বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি এজিস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি ও ইউএসএস জেসন ডানহাম ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে। একইসঙ্গে ইউএসএস স্যাম্পসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লেক এরি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের নৌবাহিনীর অংশ হিসেবে রয়েছে একটি পারমাণবিক শক্তিচালিত দ্রুত আক্রমণকারী সাবমেরিন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী দিনে জাহাজ ও সেনার সংখ্যা বাড়ানো হতে পারে। এরমধ্যে অন্তর্ভূক্ত থাকবে চার হাজার নাবিক এবং মার্কিন মেরিনসহ উভচর আক্রমণকারী জাহাজ। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাটিতে কোনো সেনা মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেনি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা
সুদানে ভূমিধসে হাজারের বেশি মানুষের মৃত্যু, নিশ্চিহ্ন পুরো গ্রাম