আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে আবারো হামলার হুমকি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ইরানে আবারো হামলার হুমকি ইসরাইলের
ছবি সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে আবারও হামলা চালানো হবে। বৃহস্পতিবার তিনি হুমকি দেন। খবর রয়টার্সের।

কাৎজের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহানসহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না। ইসরাইলি বিমানবাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ‘যদি আমাদের ফিরে আসতে হয়, তাহলে আমরা আরো শক্তি নিয়ে ফিরে আসব।’

গত জুনে আকস্মিকভাবে ইরানে হামলা চালায় ইসরাইল। মাসে ১২ দিনের যুদ্ধের ফলে আঞ্চলিক সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। গত ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে মার্কিন যুক্তরাষ্ট্রও তেহরানে হামলা চালায়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...