ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৯: ২৭
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৯: ৩৭

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা শনিবার (২৬ জুলাই) ভূমিকম্প হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির

সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে এই অঞ্চলের রাজধানী সোরং থেকে ৬৪ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়।

বিজ্ঞাপন

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা নেই। সেই সঙ্গে হতাহতের বা অবকাঠামোগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জার্মান সেন্টার ফর জিওরিসার্চ (জিইওফন) ভূমিকম্পটির মাত্রা ৫.৯ ছিল বলে পরিমাপ করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এটি ৫.৭ মাত্রার ছিল।

উল্লেখ্য,প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভূ-প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত