আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাজ্যের সঙ্গে প্রযুক্তি চুক্তি স্থগিত করল ট্রাম্প

আমার দেশ অনলাইন
যুক্তরাজ্যের সঙ্গে প্রযুক্তি চুক্তি স্থগিত করল ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং ও বেসামরিক পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে চলতি বছর যুক্তরাজ্যের সঙ্গে করা একটি প্রযুক্তি চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ফাইন্যান্সিয়াল টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র চুক্তিটি স্থগিত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রযুক্তি অংশীদারিত্বের বাইরে বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের কাছ থেকে ছাড় আদায়ে চাপ দিচ্ছে।

ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, খাদ্য ও শিল্পপণ্যের নিয়মকানুনসহ তথাকথিত অশুল্ক বাধা (নন-ট্যারিফ ব্যারিয়ার) দূর করতে যুক্তরাজ্যের অনীহার কারণে মার্কিন কর্মকর্তারা ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে এবং টেক প্রস্পেরিটি ডিল যেন উভয় দেশের পরিশ্রমী মানুষের জন্য সুযোগ তৈরি করে, সে বিষয়ে যুক্তরাজ্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে কোনো সাড়া দেয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও বেসামরিক পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতার লক্ষ্যে “টেক প্রস্পেরিটি ডিল”-এ সম্মত হয়েছিল।

যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, আর মার্কিন বড় প্রযুক্তি কোম্পানিগুলো ইতোমধ্যেই যুক্তরাজ্যে তাদের কার্যক্রমে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা মামলাঃ ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

এলাকার খবর
খুঁজুন