আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল উত্থাপন

আমার দেশ অনলাইন

গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল উত্থাপন
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গ্রিনল্যান্ড দখল করা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে সিনেটে বিল উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার ডেমোক্র্যাটিক সিনেটর জিন শাহিন ও রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কি বিলটি উত্থাপন করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

‘ন্যাটো ইউনিটি প্রটেকশন অ্যাক্ট’ নামে বিলটিতে পেন্টাগন বা পররাষ্ট্র দপ্তরের তহবিল ব্যবহার করে ন্যাটো সদস্য রাষ্ট্রের সার্বভৌম অঞ্চল অবরোধ, দখল, সংযুক্তি, সামরিক অভিযান পরিচালনা অথবা তাদের সম্মতি ছাড়াই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধিতা করা হয়েছে।

বিজ্ঞাপন

সিনেটর শাহিন এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রের অধীনে থাকা অঞ্চল দখল বা নিয়ন্ত্রণের জন্য নেয়া যেকোনো পদক্ষেপ জোটকে দুর্বল করবে।’

তিনি আরো বলেন, ‘এই বিলটি একটি স্পষ্ট বার্তা পাঠায় যে গ্রিনল্যান্ডকে ঘিরে দেয়া সাম্প্রতিক বক্তব্য যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতীয় নিরাপত্তা স্বার্থকে গভীরভাবে দুর্বল করে।’

সিনেটর মুরকোস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সম্পদ নিজের মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করবে, এই বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক এবং আইন অনুসারে কংগ্রেসের এটি সম্পূরর্ণভাবে প্রত্যাখ্যান করা উচিত।’

এরআগে ট্রাম্প বলেছিলেন, দ্বীপটি দখল করা থেকে রাশিয়া বা চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড ‘অধিগ্রহণ’ করতে হবে। তিনি গ্রিনল্যান্ডের দখল নেয়াকে মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হিসাবে বর্ণনা করেছিলেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্ব-শাসিত অঞ্চল। এর কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের ভাণ্ডারের জন্য যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহী।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন