ছাঁটাই হচ্ছেন আসাদ আমলের আমলারা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১৮: ১৫
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৮: ২৭

বর্তমানে সিরিয়ায় যেসব আমলারা আছেন তাদের তিন ভাগের এক ভাগকে ছাঁটাই করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এছাড়া সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ারও ইচ্ছা আছে তাদের।

সরকারের পাঁচজন মন্ত্রী শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, এমন সরকারি চাকরিজীবীদের ছাঁটাই করা হবে যারা সাবেক প্রেসিডেন্ট আসাদের আমলে খুব কম কাজ করত বা কোনো কাজ না করেই বেতন পেত।

বিজ্ঞাপন

দেশটির প্রশাসন উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ আলসকাফ জানিয়েছেন, তাদের দেশ পরিচালনায় ৫ লাখ ৫০ হাজার থেকে ৬ লাখ আমলা প্রয়োজন। যার অর্থ এ মুহূর্তে যেসব চাকরিজীবী আছে তার অর্ধেককেই ছাঁটাই করা হতে পারে।

সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদকে হটিয়ে গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপরই গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির অর্থনীতিকে চাঙ্গা করার দিকে মনোযোগ দেয় তারা। এরই অংশ হিসেবে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত