‘কম বয়সী রাগী তরুণী’ গ্রেটা থুনবার্গকে কটাক্ষ ট্রাম্পের

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০২৫, ২২: ০৮

বিশ্বখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে অদ্ভুত, কম বয়সী ও রাগী বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ম্যাডলিন জাহাজে করে গাজায় ত্রাণ পৌঁছানোর গ্রেটার প্রচেষ্টারও নিন্দা করেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেছেন, তিনি একজন অদ্ভুত মানুষ। তিনি একজন কম বয়সী রাগী তরুণী। এক্সে এক ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তবে আমি জানিনা তিনি আসলেই রাগান্বিত কিনা, বিশ্বাস করা কঠিন।

যেখানে দেখা যায়, ইসরাইলি বাহিনীর হাতে আটকের পর সুইডেন সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন থুনবার্গ। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ইসরাইলি দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। তবে তার এমন অভিযোগ প্রত্যাখান করেছে তেল আবিব।

এদিকে ট্রাম্প বলেছেন, আমার মনে হয় গ্রেটার রাগ নিয়ন্ত্রণের ক্লাস করা উচিত। এটিই তার জন্য আমার প্রাথমিক পরামর্শ। উল্লেখ্য, ১১ জন সহকর্মীকে নিয়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশে রওনা দেন গ্রেটা থুনবার্গ। তবে সোমবার ইসরাইলি বাহিনী তাদেরকে আটক করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত