গাজায় ইসরাইলি হামলায় আরো ৮২ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯: ১৭
ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় আরো ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। খবর আল জাজিরার।

রোববার গাজা সিটিতে হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ইসরাইলের নৃশংশতার বর্ণনা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা মাহমুদ আল-শেখ সালামা জানান, গতরাত ২টার দিকে যখন তারা ঘুমিয়ে ছিলেন, তখন হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী।

তিনি বলেন, ‘আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং কিছুক্ষণ পরেই আরেকটি বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে।’

গাজা সিটি ছাড়াও, রোববার সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৫ জুলাই) এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরাইলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন।

ট্রাম্প প্রশাসন গত জুনের শেষ দিকে জিএইচএফকে ৩০ মিলিয়ন ডলার সরাসরি অনুদান দেওয়ার ঘোষণা দেয়। তবে অভিযোগ আছে, ইসরাইলি বাহিনী জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশের স্থানে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা থাকলেও মার্কিন প্রশাসনের দাবি, জিএইচএফ একমাত্র সংগঠন যারা গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ সরবরাহ করতে পেরেছে।

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদী তিনি।

ট্রাম্পের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ কাতারে প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত