আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ

আমার দেশ অনলাইন

ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ। গত সপ্তাহে কারাজ শহর থেকে ২৬ বছর বয়সী এই তরুণকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে সোলতানি একজন। খবর দ্য গার্ডিয়ানের

এক সপ্তাহের কম সময়ের মধ্যে এরফানের বিচার, দোষী সাব্যস্ত করা আর মৃত্যুদণ্ডের রায় দেয়ার প্রক্রিয়া শেষ হয়।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ইরানি কর্তৃপক্ষ আবারও ‘ভিন্নমত দমন করার উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর’ করতে পারে।

অ্যামনেস্টির জানায়, ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা সোলতানির পরিবারকে তার সাজার বিষয়ে জানান। গণবিক্ষোভ এবং ইন্টারনেট বন্ধের ফলে সোলতানি প্রিয়জনদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।

পর্যবেক্ষকদের মতে, চীনের পরে ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। নরওয়ে-ভিত্তিক ইরান মানবাধিকার সংস্থা জানিয়েছে, গত বছর তারা কমপক্ষে এক হাজার ৫০০ জনকে ফাঁসি দিয়েছে ইরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...