আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার (আইসিই) কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহতের ঘটনায় দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এর নিন্দা জানিয়েছেন স্থানীয় নেতারা।

শনিবার অভিবাসন কর্মকর্তার গুলিতে অ্যালেক্স প্রেটি নামে এক মার্কিন নাগিরক নিহত হন। চলতি মাসে এ নিয়ে মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে দ্বিতীয়বার কোনো মার্কিন মার্কিন নাগরিকের মৃত্যু হলো। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের বিরুদ্ধে মিনিয়াপোলিসে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভ করার একদিন পর প্রেটিকে হত্যার ঘটনা ঘটলো।

বিজ্ঞাপন

প্রেটিকে গুলি করে হত্যার পর সেখানে জড়ো হন শত শত বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও ফ্ল্যাশব্যাং গ্রেনেড ছোড়েন আইসিইর সদস্যরা। মিনিয়াপোলিস ছাড়িয়ে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকোসহ অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ফেডারেল কর্মকর্তারাদের দাবি, প্রেটির কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল। তবে এমন দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতারা। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ বলেন, ঘটনাটি ভয়াবহ। বলেন, এ ঘটনার তদন্ত করতে ফেডারেল সরকারকে বিশ্বাস করা যায় না। গভর্নরসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তারা অভিবাসনবিরোধী অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...